Showing posts with label সফটওয়্যার. Show all posts
Showing posts with label সফটওয়্যার. Show all posts

Wednesday, December 9

মশা-মাছি তাড়ান সফটওয়্যার দিয়ে

মশা ছোট্ট একটি প্রাণী কিন্তু এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। নানা রকম রোগের জন্যও এরা প্রত্যক্ষ ভাবে দায়ী। মশা মারার জন্য মানুয় কতই না পন্থা গ্রহন করেছে কিন্তু সব বিফল। কারন মশা যেকোন প্রতিরোধক (মশার কয়েল, ম্যাট, ধুপ) এর বিরুদ্ধে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা যারা কম্পিউটার, মোবাইল ব্যবহার করি একটু চেষ্টা করলেই এদের হাত থেকে রক্ষা পেতে পারি মশার জ্বালায় অতিষ্ট।ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়।এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ উৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না,কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ।এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়।সফটওয়ারটি ইন্সটল ও সোজা।

Friday, December 4

আর কষ্ট করে বই পড়তে হবে না এবার বই আপনাকে পড়ে শুনাবে।।

আমরা অনেকেই আছি যারা মোটামুটি বই পড়তে ভালবাসি। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিডিএফ বই  ওপেন করে হেড ফোন দিয়ে  পুরো বই শুনতে পারবেন। এছারাও বইটি শোনার সময় আপনি ইচ্ছা মতো সাউন্ড এর স্পিড কমিয়ে বারিয়ে নিতে পারবেন। এছারাও কণ্ঠ পরিবর্তন করেও শুনতে পারবেন।
এই সিস্টেমে বই পড়ে শোনার সবচেয়ে আসল সুবিধা হল, যারা ইংলিশ স্পীকিং  কোর্স করে তাদের কারন শোনার সময় আপনি স্পিড কমিয়ে কিভাবে শব্দ গুল উচ্চারন করে তা ভালভাবে বুজতে পারবেন। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।

এই সফটওয়্যার টির দাম 4.99$ এটি গুগল প্লে স্টোর থেকে ইচ্ছা করলে টাকা দিয়ে ডাউনলোড করতে পারেন আর যাদের টাকা নেই তারা নিচের লিঙ্ক থেকে ফ্রী ডাউনলোড করে নিন।