Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Monday, January 25

ফেসবুক কম্পানীতে চাকরির জন্য আপনার দক্ষতা কতটা প্রয়োজ

বিগত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া ফেসবুক বিস্ময়কর হারে ফুলে-ফেঁপে উঠেছে। সোশাল নেটওয়ার্ক থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয়ে ওঠে ফেসবুক এখন আধুনিক প্রযুক্তিবিদদের স্বপ্নের কর্মক্ষেত্র। বর্তমানে গোটা বিশ্বের প্রযুক্তিবিদ চাকরিপ্রার্থীদের কাছে সেরা স্থানটি হলো ফেসবুক। তবে এখানে চাকরি পাওয়াটা সহজ কথা নয়। তবে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ও সফল উদ্যোক্তা এরিক বান ৫টি পরামর্শ দিয়েছেন। এগুলো মাথায় রাখলে ফেসবুক ইন্টারভিউয়ে টিকে যেতে পারেন অনেক সহজে। নিন সেই পরামর্শ।

ফেসবুক একাউন্ট লগ আউট না করে এক ব্রাউজার দিয়ে একাধিক ফেসবুক একাউন্টে লগইন করার পদ্ধতি

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।।

আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি
আজকে দারুন একটি টিপ্স নিয়ে হাজির
হলাম
ভিবিন্ন কারনে আমরা একাধিক
ফেসবুক আইডি ব্যবহার করে থাকি।

তবে এক ব্রাউজারে ২টা আই ডি ব্যবহার
করা সম্ভব না।

আজ আমি তাই দেখাবো কিভাবে
সম্ভব হয়

আর কথা বাড়াবো না সরাসরি কাজ এ
চলে যাই।।

প্রথমে ব্রাউসার দিয়ে একটি ফেসবুক আইডি লগিন করে
নেই।

তাড়পড় আরেকটা আইডি লগিন করার জন্য এই লিংকে ক্লিক করুন।

ফেসবুক মেসেন্জারের Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি।

ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি
ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে
মেসেজ দিয়েছেন অথচ সে শুধু
মেসেজটি দেখে উত্তর না দিয়ে
রেখে দিয়েছে। আর তা আপনি
ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে
গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া,
হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ
হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায়
প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম
পরিস্থিতে পড়েছি। জানি আপনিও
কোন না কোন সময় এরকম ঝামেলায়
পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে
বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে
পারেন। আমি নিজেও আজ থেকে
ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ
করে দিলাম সাথে শেয়ার করছি এই
ছোট টিউটোরিয়ালটি আপনাদের
সাথেও। আপনিও চাইলে খুব সহজেই
আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ. করে
দিতে পারেন।

যখন-তখন যতখুশি ততবার ফেসবুকের নাম পরিবর্তন করুন

বিসমিল্লাহি রহমানির রহিম।আশা করি সবাই ভালই আছেন এবং আমাদের সাথেই আছেন।আগের মতোই আজকেও আপনাদের মাঝে হাজির হইলাম নতুন এক টিপস নিয়ে।আমরা জানি ফেসবুকে সাধারনত ৫ বারের বেশি নাম পরিবর্তন করা যায়না, কিন্তু প্রয়োজন হলে কি করবেন?? হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে। তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন।-

১.পিসি ইউজাররা নিচের লিংকে যান-

.ar. Click here for PC

আর মোবাইল হলে নিচের লিংকে ঢুকুন-

.ar. Click here for Mobile

২. এবার একটা ফর্ম আসবে সেখানে
1.New first name 2.New middle name
3.New last name এই ঘরগুলোতে আপনার পছন্দ

ফেসবুক গ্রুপে আপনার ফ্রেন্ড লিস্টের সব ফ্রেন্ডকে একসাথে এড করা পদ্ধতি

এখন মাত্র এক ক্লিকেই ফ্রেন্ডলিস্টের সবাইকে
ফেসবুক গ্রুপেঅ্যাড করতে পারবেন। তাহলেচলুন
প্রথমে জেনে নিই কি কিলাগবে এক ক্লিকেই
ফ্রেন্ডলিস্টের সবাইকে ফেসবুক গ্রুপেঅ্যাড
করতেঃডিভাইস হিসেবে কম্পিউটারলাগবে। মোবাইল
দিয়ে হবেনা। ব্রাউজার হিসেবে আমিমজিলা ফায়ারফক্স
বেছেনিয়েছি। আপনিও নিন। আর একটুজাভা স্ক্রিপ্ট লাগবে,
ব্যাস।তো, এবার জাভা স্ক্রিপটেরকোডগুলো Get Javascript Code ।তারপর ওপেন করে কপি করুন।এবার
আপনি ফেসবুকের যে গ্রুপেমেম্বার অ্যাড করতে চান,
প্রথমেফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেইফেসবুক গ্রুপে
যান। তার পরকিবোর্ড থেকে ctrl+shift+k চাপুন।তাহলে
নিচের চিত্রের মতআসবেঃ
HelpLine25.Com - The Best Forum in BD
তারপর কন্সোল ইউনিট সিলেক্টকরে (তীর চিহ্নিত)
টেক্সট বক্সেজাভা স্ক্রিপটের কোড গুলোপেস্ট
(ctrl+V) করুন।তাহলে দেখতে নিচেরচিত্রের মত
লাগবেঃ
HelpLine25.Com - The Best Forum in BD
এবার কিবোর্ড থেকে Enterচাপুনঃ তাহলে
আপনেরফ্রেন্ডলিষ্টের সব

ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার উপায়

কোন দিন কি চিন্তা করেছেন যে হঠাত একদিন দেখলেন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে। নিশ্চই অনেক বিপদে পড়বেন। তাই এই বিপদ থেকে আগেই বেচে থাকা ভাল ও চালাক মানুষের কাজ। তাই আপনি চালাক মানুষ হতে চান না? অবশ্যই চান। এইজন্যই আজ আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস দিলাম। টিপসঃ ১) নিজের আত্মীয় হোক বা ঘনিষ্ঠ বন্ধু, কাউকেই নিজের পাসওয়ার্ড জানাবেন না। আর নিরাপদ সংযোগ ব্যবহার করে ওয়েবসাইট দেখার ব্যাপারটা

ফেসবুক মেসেঞ্জারের আচে গুরুত্বপূর্ণ ৮টি সুবিধা

ফেসবুক ম্যাসেঞ্জার এখন অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। প্রতিমাসে পৃথিবীর প্রায় ৭০০ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করেন। গত বছর ফেসবুক তাদের এই ম্যাসেঞ্জার অ্যাপটি মুল ফেসবুক অ্যাপ থেকে আলাদা করে । তখন থেকেই কোম্পানিটি এতে নতুন নতুন ফিচার সংযোজন করছে যা একে অন্যান্য ম্যাসেঞ্জার থেকে অন্যভাবে উপস্থাপন করছে। আজকের পোস্টে ফেসবুক মেসেঞ্জারের এমন কিছু সুবিধার কথা আলোচনা করা হবে যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই।

যে ১০টি ফাঁদে পড়লে আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে

পপতারকা রিহানা, টেইলর সুইফটের
নামে ফেসবুকে ভুয়া লিঙ্ক পাওয়া
যায়। অনেকেই অতি উত্সাহী হয়ে এ
ধরনের লিঙ্কে ক্লিকও করে বসেন।
কিন্তু এই লিংক আসলে সাইবার
দুর্বৃত্তদের পাতা ফাঁদ।
অ্যান্টিভাইরাস
নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডার
সম্প্রতি এ বছর ফেসবুকে জনপ্রিয়
ম্যালওয়্যার স্ক্যামগুলোর তালিকা
প্রকাশ করেছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন,
আপনার ফেসবুক নিউজফিডে যদি এ
ধরনের কোনো লিংক দেখেন, তাতে
ক্লিক করবেন না। যাঁরা এ ধরনের
লিংকে ক্লিক করেন কেবল তাঁরাই
ম্যালওয়্যারের কবলে পড়েন।
সম্প্রতি বিটডিফেন্ডার প্রকাশিত
জনপ্রিয় ১০ ফেসবুক স্ক্যাম নিয়ে
একটি প্রতিবেদন প্রকাশ করেছে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট
গিজমোডো।
১. প্রোফাইল ভিজিটরে
পরিসংখ্যান- ভুয়া
আপনার ফেসবুক প্রোফাইল কে
কতবার দেখছেন, তা জানানোর জন্য
একটি লিংক হয়তো আপনার নিউজ
ফিডে দেখতে পারেন। কারা কতবার
আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য
জানানোর জন্য বিজ্ঞাপন আকারে
যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা সম্পূর্ণ
ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো
জিনিস অনুমোদন করে না।

ফেসবুকের ফেক প্রোফাইল থেকে সাবধান হবেন যেভাবে

ফেসবুকে আলাপ থেকে প্রেম, প্রতারণা, অবশেষে আত্মহত্যা। এমন ঘটনা এখন প্রায় রোজই শোনা যায়। ফেক প্রোফাইলের আড়ালে অপরাধমূলক কাজে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। আবার প্রতিশোধ স্পৃহার বশেও অনেকে তৈরি করেন ফেক প্রোফাইল। সতর্ক থাকুন। বোঝার চেষ্টা করুন, ফেক প্রোফাইল কিনা।

১। অচেনা কাউকে বন্ধু করার আগে দ্বিতীয়বার ভাবুন। ফ্রেন্ড লিস্টে বন্ধু সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতায় হুটহাট কাউকে অ্যাড করবেন না। অচেনা রিকোয়েস্ট এলে প্রশ্ন করুন। জানতে চান তিনি কেন আপনাকে রিকোয়েস্ট পাঠালেন। উত্তর শুনে বিশ্বাসযোগ্য মনে হলে তবেই অ্যাকসেপ্ট করুন।

২। প্রোফাইল ভাল করে পড়ুন। কী করেন, কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য আছে কিন দেখুন। কোনও সংস্থার নাম বা ইউনিভার্সিটির নাম নিয়ে সন্দেহ হলে গুগলে খুঁটিয়ে দেখুন। বয়স খুব অল্প অথচ নিজেকে

ফেসবুক অটো পেইজ লাইক মাত্র এক ক্লিকে ১০০০ হাজার লাইক

1000 real লাইক আপনার ফেসবুক পেইজের জন্য সম্পূর্ন ফ্রি।
আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি আজকে আপনাদের কে দেখাব কিভাবে ফেসবুকে পেইজের মধ্যে রিয়েল লাইক নিতে হয়। প্রিয় ভিজিটর এটি কোন অটোলাইক সিস্টেম নয়। এখানে প্রতিটি লাইকের জন্য আপনি একটি করে নটিফিকেশন পাবেন। তো চলুন শুরু করি।
প্রথমেই বলে রাখি, এই নিয়মে আপনার ফেসবুক দিয়ে লগিন করতে হবে না। তাই ফেসবুক হেক হবার সম্ভাবনা নাই।

প্রথমে এই লিংকে গিয়ে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-আপ করুন।

এখানে ক্লিক করুন

তারপর আপনার মেইল চেক করুন, দেখুন আপনার মেইলে একটি কনপার্মেশন কোড গেছে।
এখন আপনি সাইট টিতে লগইন করুন।

ফেসবুক পেইজ থেকে অপ্রয়োজনীয় শব্দগুলো ডিলেট করার উপায়

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা
করি ভালই আছেন। টাইটেলটা নিশ্চয় দেখেছেন। তাই
সরাসরি টিউনে চলে যাওয়া যাক।
ফেসবুক অতি পরিচিত সোশ্যাল মিডিয়া। বর্তমানে ১২০
কোটি মানুষের সমাগম এই মিডিয়াতে। আর আমাদের মধ্যে
এমন কাউকে বর্তমানে খুজে পাওয়া অসম্ভব যে, সে ফেসবুক
ব্যাবহার করে না। তবে ফেসবুক ব্যাবহারের সাথে সাথে এর
কয়েকটি ফিচার সম্পর্কে আমরা পরিচিত। আর তারই মধ্যে
ফেসবুক পেজ একটি। তবে আজকাল Facebook পেজ গুলিতে
নানা ধরনের বাজে আলাপন চলে। এমনকি আপনার সোস্যাল
পেজটিতেও কমেন্টে মানুষ গালাগালি করতে পারে!
কিছু কিছু ব্যবহারকারী আছে যারা এইসব ব্যাপার গুলি খুব
এঞ্জয় করে আর এতে আপনার Facebook পেজের রেপুটেশন
(Reputation) নষ্ট হয়। তারা আপনার খুবই দরকারী আর
জনপ্রিয়
Facebook পেজে স্প্যাম করতে পারে।

ফেসবুকের লগ ইন স্কিনে নিজের ছবি সেট করুন

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ সাইট গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুককে ঘিরে তাই গড়ে উঠেছে নিত্য নতুন সব স্টাইল। নতুন নতুন সব সুবিধা। গুগল ক্রোম ব্রাউজারের ই রয়েছে তেমন বেশ কিছু এক্সটেনশান ফেসবুক কে ঘিরে। তেমন একটি এক্সটেনশান হচ্ছে রিফ্রেশ ফেসবুক যা দিয়ে আপনি ফেসবুক এর চিরপরিচিত লগ ইন স্ক্রিন টি পরিবর্তন করে নিজের ছবি যুক্ত করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে করবেনঃ

Facebook page এর Invite পাঠান মাত্র এক ক্লিকে সকল বন্ধুদের

যারা Facebook Page চালান তাদের অনেক সময় অনেক ফ্রেন্ড বা ফ্রেন্ডলিষ্টের সবাইকে দাওয়াত (Invite ) পাঠাতে হয়। কিন্তু ফেইসবুকের নিয়ম অনুযায়ী সবাইকে এক সাথে পাঠানো যায় না।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ট্রিকসটি। এই কাজে লাগিয়ে আপনি আপনার ফ্রেন্ডলিষ্টের সকল বন্ধুদের কাছে একসাথে দাওয়াত পাঠাতে পারবেন। এতে আপনার কোন সমস্যা হবে না। 
তাহলে চলুন কাজ শুধু করা যাক। কিভাবে আপনি সবাইকে একসাথে ইনভাইট পাঠাবেন তা সকলের সুবিধার্থে স্কীনশর্ট সহ দিয়ে দিচ্ছি। আপনি এই ট্রিকস কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। গুগল ক্রোম এবং ফায়ারফক্স এই দুটি ব্রাউজার ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১| প্রথমে আপনি যে পেইজের দাওয়াত পাঠাবেন সেই পেইজে

ফেসবুক পেজ যেভাবে ভেরিফাই করবেন!

মার্কেটে আপনার অস্তিত্ব ঘোষনা, নিদির্ষ্ট ক্রেতা খুজে বের করা, এবং ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ফেসবুক পেজ গুরুত্বপুর্ণ। আপনার ব্যবসাকে আরও বেশী বিশ্বস্ত করতে ফেসবুক পেজ ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে গত অক্টোবর থেকে । প্রাথমিক অবস্থায় ফেসবুক পেজ ভেরিফিকেশন চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা,যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডে। শীঘ্রই সকলের জন্য ভেরিফিকেশন পদ্ধতি উন্মুক্ত করে দেওয়া হবে ।


কেন ফেসবুক পেজ ভেরিফিকেশন করবেন ?

অনেক সময় আপনার একই পেজের নাম দিয়ে অনেক ধরনের পেজ খুলা হতে পারে। ভেরিফাইড পেজ সঠিক পেজটি খুজে বের করতে সহায়তা করবে । ফেসবুক মার্কেটিং ম্যানাজারের মতে “একই ধরনের বিভিন্ন নকল ও কাছাকাছি শব্দের অনেক পেজ খোলা হতে পারে। ভেরিফাইড পেজ ক্রেতাকে সঠিক পেজটি খুজে বের করতে সহায়তা করবে ” ফেসবুকে প্রায় ৪৫ মিলিয়ন ব্যবসায়িক পেজ আছে। নিশ্চিতভাবে বলা যায় অসংখ্য নকল পেজ ও রয়েছে। গবেষনায় দেখা গেছে ভেরিফাইড ফেসবুক পেজ সার্চ ফলাফলে আগে দেখায়। তাই ফেসবুক পেজ ভেরিফাইড করা অত্যন্ত জরুরি ।

অবিশ্বাস্য !! ফেসবুক চালান ইন্টারনেট ছাড়াই!! জেনে নিন টিউনে বিস্তারিত।

ফেসবুকের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ফেসবুক যেন মোবাইলের
মত অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যারা সার্বক্ষণিক ফেসবুকে
যুক্ত থাকতে চান তারা মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করে
থাকেন। তবে মোবাইলে বিশেষত স্মার্ট- ফোনে ফেসবুক
ব্যবহার সার্বিকভাবে ব্যয়বহুল বলা চলে।
– তাই মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট ছাড়া ফেসবুক
ব্যবহার করার পদ্ধতি চালু করেছে। এটি এসএমএস ভিত্তিক
ফেসবুক। এতদিন মোবাইল এসএমএসের মাধ্যমে শুধুমাত্র
স্ট্যাটাস আপডেট করা যেত। এখন ২৪ ঘণ্টা ফেসবুক ব্যবহার
করা যাবে আর খরচ হবে সপ্তাহে ৫ টাকা। ছবি দেখা,
আপলোড কিংবা ডাউনলোড সুবিধা এক অর্থে গ্রাফিক ইন্টারফেস না থাকলেও ফেসবুকে যোগাযোগের প্রায় সব
অপশনই ব্যবহার করা যাবে।

ফিচার স্ট্যাটাস আপডেট, বন্ধুদের নিউজ-ফিড, ফ্রেন্ড
রিকোয়েস্ট, ওয়ালপোস্ট, কোন ছবিতে কে বা কতজন মন্তব্য
করলো, কোন ছবিতে কতজন মন্তব্য করলো, কতজন লাইক বা শেয়ার করলো, মেসেজ পাঠানো এবং পড়া, এবং
নোটিফিকেশন।

এসএমএস ভিত্তিক এ সার্ভিস চালু করতে মোবাইল থেকে
*৩২৫# ডায়াল করুন। USSD এর মাধ্যমে আপনার ফেসবুক
ইমেইল আইডি ও পাসওয়ার্ড ইত্যাদি নির্দেশনাগুলো অনুসরণ করলে একাউন্ট এসএমএসের মাধ্যমে ব্যবহারের জন্য
এক্টিভেট হবে।

পরবর্তীতে মোবাইল থেকে ব্যবহারের জন্য *৩২৫*৮৮#
ডায়াল করলে ফাংশন মেনু পাবেন,

যেমনঃ
News Feed
Update Status
Post on Wall
Friend Request
Message Notification
Account Setting
[এ সার্ভিস বন্ধ করতে চাইলে *৩২৫*২২ # ডায়াল
করে বন্ধ করা যাবে।]

Sunday, January 17

ফেসবুকে ছবি আপলোডের আগে সতর্ক না হলে বিপদে পরতে পারেন

বর্তমানে ছবি তোলার জন্য আলাদা ক্যামেরার
দরকার হচ্ছে না। হাতে থাকা মোবাইলে এখন বেশ
উন্নত মানের ক্যামেরা থাকে। যে কোনো
অনুষ্ঠানে, দর্শনীয় স্থানে সহজেই আমরা নানা
পোজে ছবি তুলে নিতে পারি। নিজের অনুভূতিকে
সবাই যেন একটু হলেও বুঝতে পারে এ যেন তারই
জোর প্রচেষ্টা। এই বিষয়গুলো সহজ হওয়াতে কারো
প্রবণতা গিয়ে ঠেকেছে একদম শেষ প্রান্তে।
তাদের ছবি তোলার উদ্দেশ্য যেন শুধুই ইন্টারনেটে
আপলোড।
তথ্য-প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ
মাধ্যম গুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় প্রতিটি
মুহূর্ত স্মরণীয় রাখতে চটপট সেলফি তুলেও আপলোড
হচ্ছে। নিজের তালিকায় থাকা বন্ধুদের দারুণ
কমেন্টসের উৎসাহে একের পর এক সেসব ছবি
আপলোড করে চলেছি নির্দ্বিধায়। ফেইসবুক, টুইটার
অথবা অনলাইন সংরক্ষণের ফ্লিকারে সেগুলো
আপলোড হচ্ছে। কিন্তু একবার কি কেউ কখনো ভেবে
দেখেছেন এর নেতিবাচক দিক সম্পর্কে?

বর্তমান প্রযুক্তির সহজলভ্যতা যেমন ভালো পথে
ব্যবহার হচ্ছে, ঠিক তেমনি মন্দ পথেও ব্যবহার হচ্ছে।
আপলোড করা ছবি সব সময় আমাদের
হিতাকাঙ্ক্ষীরা দেখছে তা ভাবা সম্পূর্ণ ভুল।
অনেক দুষ্কৃতকারী ওৎ পেতে থাকে ভালো ছবি
পাওয়ার জন্য। তারা ছবি বিকৃত করে সমাজের
কাছে ব্যক্তিকে হেয় করে। ব্ল্যাকমেইল করে টাকা
পয়সা পর্যন্ত নিয়ে থাকে।
যে ছবিগুলো ইন্টারনেটে আপলোড করছি সেগুলো
কতটুকু নিরাপদ? সেই সঙ্গে ছবিতে উপস্থিত
মানুষগুলোই বা কতটুকু নিরাপদ? আমরা অনেক সময়
ফেইসবুক অথবা অন্য কোথাও কোনো ছবি আপলোড
করে তার নিরাপত্তা নিশ্চিত করি না। এটা
আমাদের সতর্কতার অভাবে হয়ে থাকে। অনেক সময়
কোনো ব্যক্তির ছবি নিয়ে খোলা হয় ভুয়া একাউন্ট।
এসব একাউন্ট থেকে করা হয় নানা অসামাজিক
কার্যকলাপ।
কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ করতে হলে কাছের
এবং বিশ্বস্ত বন্ধুদের নিয়ে গ্রুপ করতে পারেন।
যেখানে আপনার ছবি শুধু তারা দেখতে পারবে এবং
নিরাপদ থাকবে। কিন্তু ইন্টারনেটে যে ছবি ও
ডাটা সবার জন্য উন্মুক্ত থাকবে তার উপর অধিকার
হয়ে যায় সবার। তাই দুষ্কৃতিকারীরা সহজেই তার
অপকর্ম গুলো করতে পারে। তাই ইন্টারনেটে ছবি
আপলোড করতে সতর্ক হতে হবে আরও একবার।
একমাত্র সচেতনতাই পারে আপনার জীবনকে
ঝুঁকিমুক্ত রাখতে।
 

ফেসবুক আইডি নিরাপদে রাখার সিকিউরিটি


ইন্টারনেট ব্যবহারকারীর ৮০ শতাংশ মানুষই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে। মতামত, ব্যক্তিগত তথ্য, পরামর্শ-নির্দেশনাসহ যাবতীয় যোগাযোগের অন্যতম প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই ভার্চুয়াল দুনিয়া। যারা এই সাইটে যথেষ্ট তৎপর নন তাদেরও অন্তত একটি করে অ্যাকাউন্ট আছে।

হাজারো ব্যস্ততার মধ্যে ফেসবুকের সাথে সংযুক্ত থাকেন ব্যবহারকারীরা। কম্পিউটার, মোবাইল, আইপেডসহ বহু ডিভাইস দিয়ে স্ট্যাটাস আপডেট, ম্যাসেজিং, নোটিফিকেশন চেক করতে সার্বক্ষণিক লগইন থাকেন অনেকে। ব্যক্তিগত নয়, এমন ডিভাইস যেমন, অফিসে, বন্ধুর ল্যাপটপে বা কোথাও বেড়াতে গেলে হোটেলের ডেক্সটপ পিসিতে ফেইসবুক ব্যবহারের পর ভুলে লগআউট করা হয় না। তখনই পড়তে হয় নানা ধরণের বিপাকে। উপায় কি। এতে নিজের ব্যক্তিগত তথ্য যেমন বেহাত হতে পারে, তেমনি কেউ একাউন্ট চালু থাকার সুযোগ নিয়ে বেআইনী কর্মকাণ্ড চালাতে পারে।

এ অবস্থায় খুব সহজেই দূরে বসে একাউন্টটি লগআউট করা সম্ভব। সহজ উপায় হলো, ফেসবুকে লগইন করে সেটিং অপশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করার সময়, ‘Log me out of other devices’ এ ক্লিক করে submit করলেই সমস্যা সমাধান।

এবং আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড অপরিবর্তিত রেখে অন্য ডিভাইস থেকে লগআউট করতে চান তাহলে প্রথমে ফেইসবুকে লগইন করে, একাউন্ট সেটিংসে গিয়ে ‘Security’ তে যেতে হবে।

তারপর ‘Where You’re Logged In’ এ ক্লিক করতে হবে।

এখানে যেখানে যেখানে কম্পিউটারে লগইন করা হয়েছে তা দেখাবে এবং কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।

যেখান থেকে এবং যে ডিভাইস থেকে ফেইসবুক একাউন্টটি লগআউট করতে চান যেটিতে ‘End activity’তে ক্লিক করতে হবে।

তাহলে ফেইসবুক একাউন্টটি অন্যান্য ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে।

এবার দেখায় ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায়।

# ফেসবুক আইডিতে ব্যাবহার করা ই-মেইল এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা হবে। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।

# ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কী না। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েব সাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com– এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না।

# পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।

# কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এ রকম ই-মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।

# পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।

# মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেট আপ দেয়া ঠিক না। অনেক সময় দেখা যায়,ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইলমনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেট আপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দূর্বৃত্তদের কাছে।

# হ্যাকার যদি ফিশিং বা অন্য কোনো উপায়ে আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও সে আপনার আইডির কোনো ক্ষতিই করতে পারবে না। এর জন্য প্রথমেই যা করতে হবে তা হল যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এআপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে তবে তা দিন। এবার আপনার account settings এ যান। সেখানে Account Security এর পাশে লিখা change অপশনে ক্লিক করুন। এবার Login Notifications এর নিচে লিখা Send me a text message সিলেক্ট করুন। এতে করে যদি আপনার সব সময় ব্যাবহার করা ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার, মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা হয় তবে সাথে সাথে আপনার মোবাইলে বার্তা যাবে।
এরপর Login Approvals এর নিচে লিখা Require me to enter a security code sent to my phone সিলেক্ট করুন।
এতে করে যদি আপনার সবসময় ব্যাবহার করা নিজের ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করা হয় তবে ফেসবুক একটি কোড চাইবে যা আপনার মোবাইলে মেসেজ করে পাঠানো হবে। কোডটি ছাড়া কোনভাবেই লগইন করা সম্ভব হবে না।

# যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে। https://ssl.facebook.com/reset.php

# যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। http://www.facebook.com/help/¬identify.php?show_for-m=hack_login_changed

# যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে। https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery

আশাকরি এই পদক্ষেপ গুলো অনুসরণ করলে আপনি আপনার ফেসবুক আইডি নিরাপদে ব্যবহার করতে পারবেন।

1000 real লাইক আপনার ফেসবুক পেইজের জন্য সম্পূর্ন ফ্রি।

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি আজকে আপনাদের কে দেখাব কিভাবে ফেসবুকে পেইজের মধ্যে রিয়েল লাইক নিতে হয়। প্রিয় ভিজিটর এটি কোন অটোলাইক সিস্টেম নয়। এখানে প্রতিটি লাইকের জন্য আপনি একটি করে নটিফিকেশন পাবেন। তো চলুন শুরু করি। প্রথমেই বলে রাখি, এই নিয়মে আপনার ফেসবুক দিয়ে লগিন করতে হবে না। তাই ফেসবুক হেক হবার সম্ভাবনা নাই। প্রথমে এই লিংকে গিয়ে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-আপ করুন। এখানে ক্লিক করুন তারপর আপনার মেইল চেক করুন, দেখুন আপনার মেইলে একটি কনপার্মেশন কোড গেছে। এখন আপনি সাইট টিতে লগইন করুন। যেই কোডটি মেইলে পেয়েছেন সেই কোড দিয়ে একাউন্ট এক্টিভ করুন। এখন বাম দিকে দেখুন অনেকগুলি অপশন দেখতে পাবেন এখান থেকে ফেসবুক সিলেক্ট করুন, আপনি চাইলে আপনার ভিডিও ভিউ বাড়াতে পারবেন। কোন সমস্যা নেই। আমরা ফেসবুক সিলেক্ট করব, এখন add page এ ক্লিক করুন। খালি বক্স এসেছে, এখন আপনার ফেসবুক পেইজের url কপি করুন, তারপর খালি বক্সের মধ্যে পেস্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার ফেসবুক পেইজ রিপ্রেশ করুন। আর দেখুন লাইক। এবাবে আপনি অনেক লাইক নিতে পারবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।

Tuesday, December 1

Facebook পোক থেকে সাবধান হন


Facebook পোক থেকে সাবধান হন
Poke নিয়ে আজকে সেই ভুল বুঝা বুঝি দূর হবে।
অপরিচিত কারো Poke Back করবেন না!
আজকের দিনে ফেসবুক এমন এক জিনিসে পরিনত
হয়েছে যা ফেসবুক ছাড়া অনেকের পেটের ভাত হজম
হয় না।সারাদিন সুধু ফেসবুক আর ফেসবুক।
আজকে এই ফেসবুক এর একটা ফিচার
নিয়ে আলোচনা করবো আর সেটা হল poke.
আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা অ্যাকাউন্ট
আছে তারা সবাই কম বেশি এই ফিচার
সম্পর্কে জানি তবে অনেক এটি ব্যবহার করে আবার
অনেকে করে না। কিন্তু কথা হল আমরা সবাই এই
poke মানে জানি যে কউকে বিরক্ত

ফেসবুক এ ডিলেট করে দিন যেকারো স্ট্যাটাস



ফেসবুক এ ডিলেট করে দিন যে
কারো স্ট্যাটাস,
ডিলেট করে দিন
যে কারো স্ট্যাটাস
→ভুয়া বা মি
থ্যা পোষ্ট
করে মা-বোনেরে গালি শুনানোর
কোনইচ্ছা আমার
নেই......→সুতরাং নিশ্চিত থাকতে পারেন
এটি কোনভুয়া পোষ্ট
না....
→চলুন শুরু করা যাক :
→১)
প্রথমে যেই
পোষ্ট/স্ট্যাটাস