Showing posts with label পিসি হেল্প. Show all posts
Showing posts with label পিসি হেল্প. Show all posts

Saturday, February 6

কম্পিউটার চালুহতে বেশি সময় লাগলে যা করবেন

কম্পিউটার চালু হতে বেশি সময় নিলে ধরে নেওয়া যায় অনেক বেশি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বা ‘স্টার্টআপ আইটেম’ হিসেবে সক্রিয় হয়ে আছে। এব্যাপারটা খুবই সাধারণ। কম্পিউটার ব্যবহারে ধীরে ধীরে বিভিন্ন সফটওয়্যার ইনস্টলের ফলে স্টার্টআপ তালিকায় এসব ঢুকে পড়ে। ফলে কম্পিউটার যখন চালু হয়,স্বাভাবিক ভাবেই সেসব প্রোগ্রামও একইসঙ্গে চালু হতে থাকে। ফলে কম্পিউটার চালুহয়ে পুরোপুরি কাজের উপযুক্ত হতে হতে সময় চলে যায় অনেকটা। বিষয়টি তাই একটু বিরক্তিকরও বটে। এসব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণ করে কম্পিউটার চালুর ক্ষেত্রে সময় কমিয়ে আনা সম্ভব। এ সমস্যায় বর্তমানে অনেকেই পড়েন।কম্পিউটারের গতি কমে যাবে বলে অবশ্য নতুন কোনো সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করাবন্ধ করাটাও কোন সমাধান নয়। মোটেই নাবরং নিশ্চিত করতে এসব সফটওয়্যার প্রয়োজন ছাড়া যেন সব সময় চলতে না পারে। এতে কম্পিউটারের কর্মক্ষমতা অনেকটাই

কম্পিউটার যখন–তখন বন্ধ (Restart) হলে যা করণীয়

কেমন আছেন সবাই ?আশা করি ভালইbআছেন।আর আমিও ভাল আছি।যারা জানেন না তাদের জন্যই এই টিউন।আর যারা জানেন তাদের ও পড়তে নিষেধ নেয়।এক কথায় সবার জন্যই উন্মুক্ত।কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি। চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধbহয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায়bমাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো
সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা। বেশির ভাগ সময় নিজেই এর সমাধান বের করা যায়। অন্তত ধারণা পাওয়া যাবে আসলে ঠিক কী কারণে এমন ঘটছে।

আপনার পিসির ফোল্ডার লক করুন কোন সফ্টওয়ার ছাড়া !!

[start] আপনারা কম-বেশী সবাই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন। তাহলে মূল কথায় আসা যাক-আপনি যে ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিবেন তার মধ্যে যান । একটি নতুন উইন্ডো আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে যান । নতুন করে আবার আর একটি উইন্ডো আসবে সেখানে গিয়ে Edit এর মধ্যে ক্লিক করুণ । সেখানে দেখতে পাবেন Permission নামে একটা টেবিলের মত দেয়া আছে সেখানে দেখতে পাবেন Allow এবং Deny লিখা । এর মধ্যে Deny এর মধ্যে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে । Deny এর মধ্যে ক্লিক করুণ । মত করে ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাঁটন ক্লিক করবেন । Properties এর মধ্যে যাবেন । তারপর Security, তারপর Advanced এর মধ্যে যাবেন । নতুন যে উইন্ডো আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে ক্লিক করলে আপনার যে নতুন উইন্ডো আসবে এর মধ্যে Remove অপশন পাবেন । Remove এর মধ্যে ক্লিক করে ok দিয়ে বের হয়ে আসলে আপনার ফোল্ডার বা ফাইল আগের মত হয়ে ।

Friday, January 22

কম্পিউটার কবে কিনেছিলেন তারিখ টি বের করে নিন এখুনি

এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তা হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা
হয়েছিল তার ডেট জানা ।...

আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই ।

কিন্তু অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে ।

যখন কোনো পুরাতন কম্পিউটার কিনি বা অন্য কোনো কাজে খুব দরকার হয় তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই
কম্পিউটার-এর মাধ্যমে জানা যায় ।

কিভাবে জানা যায় এবার তা দেখুন ।

প্রথমে যান—

1.Start

2.All Program

3.Accessories

4.System Tools

5.System Information—

এ ক্লিক দিন ।

তারপর একটি ডায়ালগ বক্স আসবে ।

উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date - এ দেখুন ।

ব্যাস ওকে ।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে-

1.Control Panel

2.All Control Panel

3.Items Performance

4.Information and Tools

5.Advanced Tools – থেকে

6.View Advanced System Details in System information

এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন  অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন । by Nk Siam Khan

Friday, December 4

আপনার ল্যাপটপের কি ব্যাটারি প্রবলেম? তাহলে এই টিউন আপনার জন্য

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন কিন্তু অনেকেরই  ব্যাটারিতে সমস্যা দেখা দেই। যেমন Backup ঠিক ভাবে দেয় না, ব্যাটারি Backup এর সময় Time ভুল নির্ধারণ করে। আর এসব সমস্যা থেকে ব্যাটারি  কে ঠিক রাখার জন্য মাত্র ১.৭ M.B এর BatteryCare নামক 

Tuesday, December 1

কেমন হবে এবার যদি আপনার নিজের বাসাটাকেই Wifi হটস্পট বানিয়ে ফেলা যায় ?

আমরা তো বিভিন্ন জায়গাতে ফ্রি Wifi ব্যবহার করে থাকি ,
 কেমন হবে এবার যদি আপনার নিজের বাসাটাকেই Wifi হটস্পট বানিয়ে ফেলা যায় ?

খুব ভাল হবে তাইনা ? আসুন দেখে নেই কিভাবে আপনি নিজেই Wifi হটস্পট আপনার এরিয়া
 কে বানিয়ে ফেলতে পারে পারেন ।

freewifi-logo

ধাপ  ০১ : “Start” বাটন এ ক্লিক করুন তারপর  “Control Panal” এ যান।

Network Status and Tasks এ ক্লিক করুন তারপর Network Connections
 এ ক্লিক করুন।   “Local Area Netowrk ” এ ডান ক্লিক করে ”
 Local Area Connection Properties” সিলেক্ট করুন ।
 ” Local Area Connection Properties”   দেখতে পাবেন।
 Internet Protocol Version 4( TCP/IPV4 ) সিলেক্ট করুন
তারপর  ” Properties”    ক্লিক করুন।
“Obtain an IP address automatically” এবং
 ” Obtain DNS Server address automaticall সিলেক্ট  করুন

গোপনে পেনড্রাইভ থেকে অটো সব ডেটা কপি হয়ে থাকবে আপনার কম্পিউটারে !!




পেনড্রাইভ এখন অতিপরিচিত একটা বস্তু। উপকারের পাশাপাশি অপকারও কম করে না এই পেনড্রাইভ। আমার এই টিউন ঠিক উপকারি নাকি অপকারি বুঝতে পারছি না। :P তবে এটুকু বলতে পারি কারও কারও জন্য হয়তো অনেক উপকারি। ;) তাহলে এবার কাজের কথায় আসা যাক।

ধরেন আপনার এক বন্ধু তার পেনড্রাইভের নির্দিষ্ট কোন ফাইল আপনাকে দিতে চাচ্ছে না কিন্তু আপনার তা খুবই দরকার তখন কি করবেন? ;) অথবা নির্দিষ্ট ফাইল হাইড করে রাখছে আর আপনি সেটা নিরবে কাছে পেতে চান তাহলে কি করবেন? :P হ্যা তখন উত্তর হবে একটাই আর সেটা হলো Automatically Copy USB Files Everytime নামের সফটওয়্যার ব্যবহার করা। :D

এক নজরে এর ফিচারগুলোঃ

শর্টকাট ফাইল-ফোল্ডারে ডিলিট করুন

হঠাৎ করে দেখলেন কম্পিউটার
শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও
এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার
হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন।
এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল
বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই
মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
CMD ব্যবহার করে
১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট
ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ
ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d

▬কম্পিউটার হয়ে যাক আরও গতিশীল▬


১> GO “ RUN “ – tree লিখে এন্টার
করুন।
২> GO “ RUN “ – prefetch
লিখে এন্টার করুন।( একটা নতুন
উইন্ডো আসবে সব ফোল্ডার
এবং ফাইল ডিলিট করুন।
৩> GO “ RUN “ – temp লিখে এন্টার
করুন। এখন টেম্পোরারী ফাইল
গুলো ডিলিট করুন।