Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts
Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

Monday, January 25

এন্ড্রয়েডের ১০ টি অতি প্রয়োজনীয় অ্যাপস!

ইন্টারনেট আর টেকনোলজির যুগে আমরা সবাই এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করছি। তবে সমস্যায় পড়ি যে, আমরা কোন এ্যাপস ব্যবহার করব আর কোনগুলি বাদ দেব। আজকে আমি আলোচনা করব কয়েকটি অত্যন্ত দরকারি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। এই জন্য কোন বাড়তি কথা না বলে সোজাসোজি শুরু করে দিচ্ছি- নিচে এন্ড্রয়েড ১০ টি গুরুত্বপূর্ণ এ্যাপস নাম দিলাম যেগুলি ব্যবহার না করলেই নয়। আশা করি এই এ্যাপসগুলি আপনার এন্ড্রয়েড ফোনকে আরও আকর্ষণীয় করে তুলবে। Uc Browser : আমরা সবাই ফোনে নেট তো চালাবই তাই একটি ব্রাউজার তো লাগবেই। আমি UC ব্যাবহার করতে বলব কারণ এই ব্রাউজারটি অনেক ডেটা সাশ্রয় করে, তাছাড়া এখন নেটের যা দাম তাতে কেউই শুধু শুধু নেট নস্ট করতে চায় না। Es File Explorer : ফাইল ম্যানেজার হিসেবে Es এর কোন জুড়ি মেলা ভার। এই File Explorer টি তে প্রায় সব ধরণের কাজই করতে পারবেন। এমনকি এটা দিয়ে ফোন রুটও করা যায় খুব সহজে। Picsart : ফটো এডিটিং করার জন্য এর থেকে ভাল আর কোন এডিটর নেই। এটাতে আপনি Texture, Lens Flare, Collage Maker, Shapes, Mask ইত্যাদি আর অনেক সুন্দর সুন্দর ফিচার পাবেন। এছাড়া আপনি নেট থেকে বাংলা বা ইংরাজি অসংখ্য ttf ফন্ট ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন। Google Camera : আমি নিজেও এই অ্যাপটি ব্যাবহার করে ভাল ফল পেয়েছি। এর Lens Blur ফিচার ব্যাবহার করে আপনি কোন এডিটিং ছাড়াই DSLR এর মানের ফোকাস যুক্ত ফটো তুলে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন। WPS Office : এই অ্যাপটি ব্যাবহার করে আপনি যে কোনো PDF, XLS, PPTX, DOC ফাইল তৈরি, এডিট এবং বানাতে পারবেন খুব সহজেই। এর সাহায্যে খুব সহজেই স্যালারি শিট তৈরির মত জটিল গণনার কাজ করা যায়। Webmaster : এই সফটওয়্যার টির সাহায্যে আপনারা HTML, CSS, JavaScript কোডিং করতে পারবেন আপনার ফোন দিয়েই। Internet Speed Meter Lite : আমার মতে এই সফটওয়্যারটি খুবি কাজের। এটার সাহায্যে ইন্টারনেটের গতি দেখতে পাবেন আপনার নোটিফিকেশন বারে। Google Keep : নোট লেখার জন্য এই অ্যাপটি খুব দরকারি। আমি এই পোস্টটিও Keep দিয়েই লিখেছি। এটার সুবিধা হল এটাতে নোটের সাথে ছবিও যুক্ত করা যায়। Caller Info : এই অ্যাপটি দিয়ে কোন নাম্বার কোন সার্ভিস প্রোভাইডারের, কোন জায়গার সব কিছুই জানতে পারবেন। Du Battery Saver : আপনার প্রিয় ফোনটির জীবন অর্থাৎ ব্যাটারিটিকে স্বাভাবিক রাখার জন্য ব্যাবহার করুন এই Battery Saver টি। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসব একটি নতুন পোস্ট নিয়ে। সঙ্গে থাকুন।

Wednesday, December 9

মোবাইলকে বন্ধুদের হাত থেকে রক্ষা করুন

সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের ছোট একটা সফটওয়্যার উপহার দিবো ! তার আগে একটু গল্প করা দরকার ! আমার এক বন্ধু আছে যার সাথে দেখা হলেই আমার ফোন চায় আর নেওয়ার পর টিপাটিপির মাধ্যমে ফোনের জীবন কয়লা করে দেয় ! বন্ধুত্ব রক্ষার্থে কিছু বলতেও পারি না ! তাই ভাবতে লাগলাম কিভাবে এর হাত থেকে আমার ফোনকে রক্ষা করা যায় ! খুজতে খুজতে একটা সফটওয়ার পেয়ে গেলাম যার নাম Fake error ! এটির মধ্যমে ফোনের চার্জ ফুল থাকলেও ব্যাটারী লো দেখায় ! এখন আমার ফোন ভালই আছে !

মশা-মাছি তাড়ান সফটওয়্যার দিয়ে

মশা ছোট্ট একটি প্রাণী কিন্তু এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ। নানা রকম রোগের জন্যও এরা প্রত্যক্ষ ভাবে দায়ী। মশা মারার জন্য মানুয় কতই না পন্থা গ্রহন করেছে কিন্তু সব বিফল। কারন মশা যেকোন প্রতিরোধক (মশার কয়েল, ম্যাট, ধুপ) এর বিরুদ্ধে নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা যারা কম্পিউটার, মোবাইল ব্যবহার করি একটু চেষ্টা করলেই এদের হাত থেকে রক্ষা পেতে পারি মশার জ্বালায় অতিষ্ট।ঘুমানোর সময় মশার গান শুনতে অতিষ্ট কিংবা মাছির ভন-বন আওয়াজ শুনে বিরক্ত?? আর কোন চিন্তা নেই এসে গেছে মশা-মাছি তাড়ানোর সহজ উপায়।এই সফটওয়্যারটি ১৬০০০ হার্জ থেকে ২০০০০ হার্জ পর্যন্ত শব্দ উৎপন্ন করে করে যা মানুষের শ্রবনে তেমন একটা সমস্যা হয়না,কিন্তু মশা-মাছি যারা পাখার সাহায্যে উড়ে তাদের উড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই শব্দ।এই শব্দ চলাকালীন রুম বদ্ধ থাকলে ভাল উপকার পাওয়া যায়।সফটওয়ারটি ইন্সটল ও সোজা।

Monday, December 7

মোবাইল হ্যাক করে জেনে নিন গার্ল ফ্রেন্ড এর সব তথ্য in হ্যাক

কেমন আছেন সবায়? আশা করি ভাল আছেন আজ একটা হ্যাক টিপস নিয়ে এলাম আপনাদের জন্য । তাহলে চলুন মোবাইল হ্যাক করি এই লিংক এ ক্লিক করুন ডাউনলোড করে নিন ব্লুটুথ হ্যাকিং সফটওয়্যার ।

Friday, December 4

আপনার android ফোন কে দ্রুত চার্জ করে নিন

আসসালামু আলাই কুম।
আশা করি ভাল আছেন। আমি তো নতুন টিউনার তাই ভুল হলে ক্ষমা করবেন।
আপনার android ফোন কে দ্রুত চার্জ করে নিন মাত্র 1.7 mb এর সফটওয়্যার দিয়ে।
ডাউনলোড এখানে Fast Charger.apk - 1.7 MB
DEVICE CHARGING MADE EASY
Charge in minutes, with Supercharger
When you click start, this app kills all the background processes and communications like wifi, blue tooth, Mobile internet which consume battery hence your charging is boosted . When you click exit, all the processes will auto resume.

ফ্রি কথা বলুন দেশ বিদেশে

আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আপনাদের জানাবো কিভাবে এন্ড্রুইড ফোণ থেকে দেশ বিদেশে যেকোন নাম্বারে ফ্রি কথা বলা যায়, ব্যালেন্স থেকে কোন টাকা কাটবে না, শুধু ইন্টারনেট ডাটা কানেকশন চালু রাখতে হবে।
প্রথমে আপনার এন্ড্রুইড ফোণের ডাটা কানেকশন চালুন করে নিন। তারপর Google Play Store সার্চ অপশন গিয়ে (ZIPT Or Zipt free calls & messages) লিখে সার্চ করুন। দেখবেন একটি এপস আসবে সেটি Download করে ইন্সটল করুন। অথবা এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (13.9mb) ইন্সটল করা শেষ হলে Apps টি ওপেন করুন। ভালোভাবে বুঝার জন্য নিচের ছবিটি দেখুন।

আর কষ্ট করে বই পড়তে হবে না এবার বই আপনাকে পড়ে শুনাবে।।

আমরা অনেকেই আছি যারা মোটামুটি বই পড়তে ভালবাসি। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিডিএফ বই  ওপেন করে হেড ফোন দিয়ে  পুরো বই শুনতে পারবেন। এছারাও বইটি শোনার সময় আপনি ইচ্ছা মতো সাউন্ড এর স্পিড কমিয়ে বারিয়ে নিতে পারবেন। এছারাও কণ্ঠ পরিবর্তন করেও শুনতে পারবেন।
এই সিস্টেমে বই পড়ে শোনার সবচেয়ে আসল সুবিধা হল, যারা ইংলিশ স্পীকিং  কোর্স করে তাদের কারন শোনার সময় আপনি স্পিড কমিয়ে কিভাবে শব্দ গুল উচ্চারন করে তা ভালভাবে বুজতে পারবেন। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন।

এই সফটওয়্যার টির দাম 4.99$ এটি গুগল প্লে স্টোর থেকে ইচ্ছা করলে টাকা দিয়ে ডাউনলোড করতে পারেন আর যাদের টাকা নেই তারা নিচের লিঙ্ক থেকে ফ্রী ডাউনলোড করে নিন।

Tuesday, December 1

যেভাবে সকল এন্ড্রয়েড ডিভাইসের পাসওয়ারর্ড আনলক করবেন ।


অনেক সময় দেখা যার আপনার মোবাইলের পাসওয়র্ড
টি ভুলে গেছেন।
তখন হয়তো আপনি কিভাবে তা আনলক করবেন তা না ও
জানতে পারেন।
যারা জানেন না তাদের জন্য এই প্রেসক্রিপশন।
*.প্রথমে আপনার সেটটি পাওয়ার অফ করুন
*.তার পরে উপরের ভলিউম কী চাপুন এবং ধরে রাখুন
*.এখন পাওয়ার বাটন চাপুন এবং ধরে রাখুন
*.এটি একটি সিক্রেট টার্মিনালে চালু হবে
*.হোম বাটনটি ব্যবহার করে উপরে ও