Saturday, February 6

যারা Pen Drive এ নিজের ছবি দিতে চান এখুনি দেখুন

আপনি যদি কখনো প্রিন্ট করানোর জন্য পেন ড্রাইভে করে কম্পিউটার দোকানে ফাইল নিয়ে যান তখন দেখবেন কয়েকটা ডিভাইস থেকে আপনারটা খুজে পেতে সমস্যা হয়। বা ধরুণ আপনার নিজেরই ২ টা পেন ড্রাইভ। কখনো রিমুভ করতে গিয়ে একটার যায়গায় আরেকটা রেমুভ করে ফেললেন। অবশ্য নাম পরিবর্তন করে এই ঝামেলা কিছুটা এড়ানো যায়। কিন্তু এই যুগে তো আর নাম পড়ার মত সময় নাই। এর চেয়ে ভাল হয় যদি আপনি নিজের ছবিটাই Pen Drive এ ব্যবহার করেন। অথবা অন্য কোন ছবি যেটা আপনাকে ডিভাইস চিনতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা

কম্পিউটার চালুহতে বেশি সময় লাগলে যা করবেন

কম্পিউটার চালু হতে বেশি সময় নিলে ধরে নেওয়া যায় অনেক বেশি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া বা ‘স্টার্টআপ আইটেম’ হিসেবে সক্রিয় হয়ে আছে। এব্যাপারটা খুবই সাধারণ। কম্পিউটার ব্যবহারে ধীরে ধীরে বিভিন্ন সফটওয়্যার ইনস্টলের ফলে স্টার্টআপ তালিকায় এসব ঢুকে পড়ে। ফলে কম্পিউটার যখন চালু হয়,স্বাভাবিক ভাবেই সেসব প্রোগ্রামও একইসঙ্গে চালু হতে থাকে। ফলে কম্পিউটার চালুহয়ে পুরোপুরি কাজের উপযুক্ত হতে হতে সময় চলে যায় অনেকটা। বিষয়টি তাই একটু বিরক্তিকরও বটে। এসব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণ করে কম্পিউটার চালুর ক্ষেত্রে সময় কমিয়ে আনা সম্ভব। এ সমস্যায় বর্তমানে অনেকেই পড়েন।কম্পিউটারের গতি কমে যাবে বলে অবশ্য নতুন কোনো সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করাবন্ধ করাটাও কোন সমাধান নয়। মোটেই নাবরং নিশ্চিত করতে এসব সফটওয়্যার প্রয়োজন ছাড়া যেন সব সময় চলতে না পারে। এতে কম্পিউটারের কর্মক্ষমতা অনেকটাই

কম্পিউটার যখন–তখন বন্ধ (Restart) হলে যা করণীয়

কেমন আছেন সবাই ?আশা করি ভালইbআছেন।আর আমিও ভাল আছি।যারা জানেন না তাদের জন্যই এই টিউন।আর যারা জানেন তাদের ও পড়তে নিষেধ নেয়।এক কথায় সবার জন্যই উন্মুক্ত।কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি। চালু কম্পিউটার কিছুক্ষণ পরপর হঠাৎ বন্ধbহয়ে আবার চালু (রিস্টার্ট) হয়, এমন সমস্যায়bমাঝেমধ্যেই পড়তে হয়। এমনটা হলে বিচলিত হয়ে পড়েন ব্যবহারকারী। হতে পারে এটা সফটওয়্যারের কোনো
সমস্যা কিংবা যন্ত্রাংশের সমস্যা। বেশির ভাগ সময় নিজেই এর সমাধান বের করা যায়। অন্তত ধারণা পাওয়া যাবে আসলে ঠিক কী কারণে এমন ঘটছে।

আপনার পিসির ফোল্ডার লক করুন কোন সফ্টওয়ার ছাড়া !!

[start] আপনারা কম-বেশী সবাই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন। তাহলে মূল কথায় আসা যাক-আপনি যে ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিবেন তার মধ্যে যান । একটি নতুন উইন্ডো আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে যান । নতুন করে আবার আর একটি উইন্ডো আসবে সেখানে গিয়ে Edit এর মধ্যে ক্লিক করুণ । সেখানে দেখতে পাবেন Permission নামে একটা টেবিলের মত দেয়া আছে সেখানে দেখতে পাবেন Allow এবং Deny লিখা । এর মধ্যে Deny এর মধ্যে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে । Deny এর মধ্যে ক্লিক করুণ । মত করে ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাঁটন ক্লিক করবেন । Properties এর মধ্যে যাবেন । তারপর Security, তারপর Advanced এর মধ্যে যাবেন । নতুন যে উইন্ডো আসবে সেখানে গিয়ে Change Permissions এর মধ্যে ক্লিক করলে আপনার যে নতুন উইন্ডো আসবে এর মধ্যে Remove অপশন পাবেন । Remove এর মধ্যে ক্লিক করে ok দিয়ে বের হয়ে আসলে আপনার ফোল্ডার বা ফাইল আগের মত হয়ে ।

Monday, January 25

ফেসবুক কম্পানীতে চাকরির জন্য আপনার দক্ষতা কতটা প্রয়োজ

বিগত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া ফেসবুক বিস্ময়কর হারে ফুলে-ফেঁপে উঠেছে। সোশাল নেটওয়ার্ক থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয়ে ওঠে ফেসবুক এখন আধুনিক প্রযুক্তিবিদদের স্বপ্নের কর্মক্ষেত্র। বর্তমানে গোটা বিশ্বের প্রযুক্তিবিদ চাকরিপ্রার্থীদের কাছে সেরা স্থানটি হলো ফেসবুক। তবে এখানে চাকরি পাওয়াটা সহজ কথা নয়। তবে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ও সফল উদ্যোক্তা এরিক বান ৫টি পরামর্শ দিয়েছেন। এগুলো মাথায় রাখলে ফেসবুক ইন্টারভিউয়ে টিকে যেতে পারেন অনেক সহজে। নিন সেই পরামর্শ।

ফেসবুক একাউন্ট লগ আউট না করে এক ব্রাউজার দিয়ে একাধিক ফেসবুক একাউন্টে লগইন করার পদ্ধতি

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।।

আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি
আজকে দারুন একটি টিপ্স নিয়ে হাজির
হলাম
ভিবিন্ন কারনে আমরা একাধিক
ফেসবুক আইডি ব্যবহার করে থাকি।

তবে এক ব্রাউজারে ২টা আই ডি ব্যবহার
করা সম্ভব না।

আজ আমি তাই দেখাবো কিভাবে
সম্ভব হয়

আর কথা বাড়াবো না সরাসরি কাজ এ
চলে যাই।।

প্রথমে ব্রাউসার দিয়ে একটি ফেসবুক আইডি লগিন করে
নেই।

তাড়পড় আরেকটা আইডি লগিন করার জন্য এই লিংকে ক্লিক করুন।

ফেসবুক মেসেন্জারের Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি।

ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি
ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে
মেসেজ দিয়েছেন অথচ সে শুধু
মেসেজটি দেখে উত্তর না দিয়ে
রেখে দিয়েছে। আর তা আপনি
ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে
গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া,
হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ
হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায়
প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম
পরিস্থিতে পড়েছি। জানি আপনিও
কোন না কোন সময় এরকম ঝামেলায়
পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে
বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে
পারেন। আমি নিজেও আজ থেকে
ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ
করে দিলাম সাথে শেয়ার করছি এই
ছোট টিউটোরিয়ালটি আপনাদের
সাথেও। আপনিও চাইলে খুব সহজেই
আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ. করে
দিতে পারেন।

যখন-তখন যতখুশি ততবার ফেসবুকের নাম পরিবর্তন করুন

বিসমিল্লাহি রহমানির রহিম।আশা করি সবাই ভালই আছেন এবং আমাদের সাথেই আছেন।আগের মতোই আজকেও আপনাদের মাঝে হাজির হইলাম নতুন এক টিপস নিয়ে।আমরা জানি ফেসবুকে সাধারনত ৫ বারের বেশি নাম পরিবর্তন করা যায়না, কিন্তু প্রয়োজন হলে কি করবেন?? হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে। তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন।-

১.পিসি ইউজাররা নিচের লিংকে যান-

.ar. Click here for PC

আর মোবাইল হলে নিচের লিংকে ঢুকুন-

.ar. Click here for Mobile

২. এবার একটা ফর্ম আসবে সেখানে
1.New first name 2.New middle name
3.New last name এই ঘরগুলোতে আপনার পছন্দ

রবি বন্ধ সিমে দারুন ইন্টারনেট অফার ৯ টাকায় ১ জিবি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি। ★★ রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি ★★ আপনার সিমটি বিগত 60 দিন বা তার বেশি (পোস্টপেইড,এসএমই,উদ্যোক্তা,কর্পোরেট,ইজিলোড ব্যতীত) বন্ধ থাকলে এখন পাচ্ছেন মাত্র 9 টাকা + 3% সম্পূরক শুল্ক (এবং সম্পূরকশুল্কসহ ট্যারিফের উপর 15% ভ্যাট প্রযোজ্য)। 1 GB ইন্টারনেট ডাটা যার মেয়াদ থাকবে 7 দিন। .

ফেসবুক গ্রুপে আপনার ফ্রেন্ড লিস্টের সব ফ্রেন্ডকে একসাথে এড করা পদ্ধতি

এখন মাত্র এক ক্লিকেই ফ্রেন্ডলিস্টের সবাইকে
ফেসবুক গ্রুপেঅ্যাড করতে পারবেন। তাহলেচলুন
প্রথমে জেনে নিই কি কিলাগবে এক ক্লিকেই
ফ্রেন্ডলিস্টের সবাইকে ফেসবুক গ্রুপেঅ্যাড
করতেঃডিভাইস হিসেবে কম্পিউটারলাগবে। মোবাইল
দিয়ে হবেনা। ব্রাউজার হিসেবে আমিমজিলা ফায়ারফক্স
বেছেনিয়েছি। আপনিও নিন। আর একটুজাভা স্ক্রিপ্ট লাগবে,
ব্যাস।তো, এবার জাভা স্ক্রিপটেরকোডগুলো Get Javascript Code ।তারপর ওপেন করে কপি করুন।এবার
আপনি ফেসবুকের যে গ্রুপেমেম্বার অ্যাড করতে চান,
প্রথমেফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেইফেসবুক গ্রুপে
যান। তার পরকিবোর্ড থেকে ctrl+shift+k চাপুন।তাহলে
নিচের চিত্রের মতআসবেঃ
HelpLine25.Com - The Best Forum in BD
তারপর কন্সোল ইউনিট সিলেক্টকরে (তীর চিহ্নিত)
টেক্সট বক্সেজাভা স্ক্রিপটের কোড গুলোপেস্ট
(ctrl+V) করুন।তাহলে দেখতে নিচেরচিত্রের মত
লাগবেঃ
HelpLine25.Com - The Best Forum in BD
এবার কিবোর্ড থেকে Enterচাপুনঃ তাহলে
আপনেরফ্রেন্ডলিষ্টের সব